নীলক্ষেতের ব্যানবেইস ভবন থেকে সরানো হচ্ছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অফিস। আগামী ১ জানুয়ারি থেকে এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের একটি ভবনে পরিচালিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ব্যানবেইসের ভবনে কর্মকর্তা থেকে শুরু করে অবসরে যাওয়া সিনিয়র শিক্ষকদের বসার তেমন জায়গা নেই। তাছাড়া ভবনটি ব্যানবেইসের। সেখানে ভাড়া করে কার্যক্রম পরিচালনা করছিল অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট। সার্বিক দিক বিবেচনায় তাদের কার্যক্রম নীলক্ষেত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রাজধানীর ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভবনের একটি ফ্লোরে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম পরিচালিত হবে।’
সংশোধন হচ্ছে আইন
শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দ্রুত ও সহজভাবে দিতে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি খসড়া তৈরি করা হয়েছে। এ খসড়া সচিব কমিটির অনুমোদনের পর চূড়ান্ত করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অবসর ও কল্যাণ ট্রাস্টের সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। এ বিষয়ে সরকার ইতিবাচক। আমরা আইনের খসড়া তৈরি করেছি। এটি চূড়ান্ত হলে শিক্ষক-কর্মচারীদের টাকা পেতে আরও সুবিধা হবে।
পাঁচ ক্যাটাগরির শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন
আর্থিক সংকটের কারণে বর্তমানে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের টাকা দেওয়া বন্ধ রয়েছে। তবে পাঁচ ক্যাটাগরির শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা দেওয়া হচ্ছে।
ক্যান্সার আক্রান্ত শিক্ষক-কর্মচারী, হার্টের অপারেশন করা হবে এমন শিক্ষক-কর্মচারী, কিডনি রোগের ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে এমন শিক্ষক-কর্মচারী, হজ্জ্বে যেতে ইচ্ছুক এবং মৃত্যুবরণ করেছেন—এই পাঁচ ক্যাটাগরির শিক্ষক-কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।