শিক্ষকদের বদলি নিয়ে তিন প্রস্তাব শিক্ষা সচিবের দপ্তরে

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে তিন ধরনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এ প্রস্তাবগুলোর মধ্যে যে কোনো একটি চূড়ান্ত হওয়ার পর সংশোধীত বদলি নীতিমালা জারি করা হবে বলে জানা গেছে।

রবিবার (০৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া, এনটিআরসিএর সনদ দিয়ে নিয়োগ পাওয়া এবং এমপিওভুক্ত সব শিক্ষকের বদলি—এই তিনভাবে সংশোধীত বদলি নীতিমালার প্রস্তাব পাঠানো হয়েছে। এই তিন প্রস্তাবের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত অনুমোদন দেবেন শিক্ষা সচিব।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সংশোধীত বদলি নীতিমালার খসড়ায় শিক্ষকদের বদলির তিনটি বিষয়ই রাখা হয়েছে। এর মধ্যে সচিব যেটি চূড়ান্ত করবেন সেভাবেই বদলি কার্যক্রম পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।’

কোন প্রস্তাবনা চূড়ান্ত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘সংশোধীত বদলি নীতিমালা নিয়ে আমরা একাধিক সভা করেছি। সভায় ইনডেক্সধারী শিক্ষকদের রিট এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার পক্ষে অধিকাংশ কর্মকর্তা মতামত দিয়েছিলেন। ফলে ইনডেক্সধারী সব শিক্ষকের জন্য সর্বজনীন বদলির প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা বেশি।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। সংশোধীত বদলি নীতিমালা জারির পর আগামী বছরের মার্চে বদলি কার্যক্রম চালু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ