ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্কুল-কলেজ-মাদ্রাসায় আজ যত কর্মসূচি

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর লোগো
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর লোগো   © টিডিসি সম্পাদিত

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের এই দিনকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে।

গত ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইসলামের মূল্যবোধ, শান্তি, সহমর্মিতা ও মানবকল্যাণবিষয়ক চেতনা ছড়িয়ে দিতে হবে।

নির্দেশনায় জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে আজ দিনের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে মিলাদ মাহফিল, হামদ-নাত পরিবেশন, কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে ইসলামে শান্তি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারী মর্যাদা সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে এসব কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-র মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরা হবে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে এসব কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং জাতীয়ভাবে নানা ধর্মীয় ও সামাজিক সংগঠন মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছে।


সর্বশেষ সংবাদ