শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার দেবে পিবিজিএসআই স্কিম

২৫ জুলাই ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৪:৪৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

২০২২ ও ২০২৩ সালের ‘উপজেলা বা থানা’ শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (ইউবিএসএ/টিবিএসএ) এবং ‘উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (এইচএসসিএ)’ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের অতিথি ও মনিটরিং অফিসার মনোনয়ন করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিম পরিচালক অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম।

এর  আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে যথাক্রমে ‘উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার’ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠান কার্যক্রমকে কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে অতিথি/মনিটরিং অফিসার হিসেবে অংশগ্রহণের জন্য নির্ধারিত কর্মকর্তাদেরকে নামের পাশে বর্ণিত জেলা বা উপজেলায় পরিদর্শনের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে রাখা হয়নি জুলাই গণঅভ্যুত্থান কোটা, মুক্তিযোদ্ধা কোটা বহাল

কর্মকর্তারা পরিদর্শনের পূর্বে দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য তারিখ ও সময়ে পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে স্কিম পরিচালক, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম বরাবর পরিদর্শন প্রতিবেদন প্রেরণ করবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। পরিদর্শনকারী কর্মকর্তা বিধি মোতাবেক তার স্ব স্ব কর্মস্থল থেকে ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা প্রাপ্ত হবেন।

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬