সিদ্ধান্তহীনতায় মন্ত্রণালয়, ৩৫ ঊর্ধ্ব ও সনদের মেয়াদ থাকাদের কী হবে?

০১ জুন ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১০:২৭ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ না থাকা এবং ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হলেও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আসন্ন গণবিজ্ঞপ্তিতে ৩৫ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ থাকা কিংবা না থাকা নিবন্ধনধারীরা আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি না।

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছেন, এমপিও নীতিমালা এবং নিবন্ধন নীতিমালা অনুযায়ী ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এমনকি সনদের মেয়াদ থাকলেও বয়স না থাকায় তারাও আবেদন করতে পারবেন না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ থাকছে না। সনদের মেয়াদ রয়েছে তবে বয়স নেই এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না। যাদের সনদের মেয়াদ নেই তবে বয়স আছে, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন না।’

তিন কারণে ৩৫ ঊর্ধ্বদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়

আদালতের দুটি রিভিউ রায় এবং একটি মডিফিকেশন জনিত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই ৩৫ ঊর্ধ্বদের নিয়ে ডাকা সভা শেষ হয়েছে। এর ফলে নিবন্ধনধারী ৩৫ ঊর্ধ্বদের বিষয়টি ঝুলে গেল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মো: মিজানুর রহমান, যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার, সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৩৫ ঊর্ধ্বদের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আদালতে দুটি রিভিউ রায় রয়েছে। এই রায় এবং একটি রায় মডিফিকেশন করা হবে বলে জানানো হয়েছে। এ তিনটি বিষয়ে আদালতের পর্যবেক্ষণ দেখা হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

১৭তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনবঞ্চিতদের বিষয়ে কেন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলো না, ‘এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, ‘আজকের সভা কোনো একক ব্যাচের জন্য নয়। সব নিবন্ধনধারীদের জন্য সভা ডাকা হয়েছিল। ১৭তমদের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত এবং এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। বিষয়টি সভায়ও বলা হয়েছে। তবে আদালতে একই ধরনের বিষয় রিভিউয়ের অপেক্ষায় রয়েছে। যার ফলে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এ কর্মকর্তা আরও জানান, ‘১৮তম নিবন্ধনধারীদের মধ্যেও অনেকের বয়স শেষ হয়ে গেছে বা যাবে। ফলে ১৭তমদের দিলে তাদেরও আবেদনের সুযোগ দিতে হবে। ১৭তম এবং ১৮তমদের সনদের মেয়াদ রয়েছে। তাদের বয়সের ছাড় দরকার। আবার অনেক ব্যাচের সনদের মেয়াদ এবং বয়স দুই ক্ষেত্রেই ছাড় দরকার। সবকিছু বিবেচনায় নিয়েই পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ—২২…
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়, এটি একটি আজীবন দায়িত্ব: শিক্…
  • ০৬ জানুয়ারি ২০২৬
সামনে নাম দেওয়ার আগে ভাবতে হবে: মোস্তাফিজ প্রসঙ্গে সাকিব
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘যুবলীগ নেতার পরিকল্পনাতেই হাদিকে হত্যা’
  • ০৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার চার্জশিট দাখিল, ফয়সালসহ অভিযুক্ত ১৭
  • ০৬ জানুয়ারি ২০২৬
ট্রেইনি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, পদ ১৫,…
  • ০৬ জানুয়ারি ২০২৬