সংশোধীত এমপিও নীতিমালা জারি, দেখুন এখানে

সরকারি লোগো
সরকারি লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষকদের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কয়েকটি বিষয়ে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে কিছু সংশোধনও আনা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।

সংশোধীত এমপিও নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন

সংশোধীত নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি একক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা সাধারণত ৫৫ (পঞ্চান্ন) জন হবে। জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২১ এর ৬.২ অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো: ‘সর্বোচ্চ ৩টি শাখা (মূল শাখা ০১টি এবং অতিরিক্ত শ্রেণি শাখা ০২টি) থাকবে। প্রতি শ্রেণিতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষক এর বাহিরে MPO দেওয়া যাবে না।

ব্যাখ্যা: একটি শ্রেণিতে সর্বোচ্চ শাখা হবে ০৩টি। মূল শাখা ০১টি এবং অতিরিক্ত শ্রেণি শাখা ০২টি থাকবে। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ৮.১ অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো: ‘প্রশাসনিক ও ভৌত অবকাঠামো, সর্বোচ্চ শ্রেণি শাখার প্রযোজ্য শর্তসহ অন্যান্য প্রয়োজনীয় শর্তাদি পূরণ সাপেক্ষে কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ে শিফট খোলা যাবে। প্রতি শ্রেণিতে অতিরিক্ত দুটি শাখার কাম্য শিক্ষার্থী থাকলেই শিফট খোলার অনুমতি দেওয়া যাবে। এক্ষেত্রে ন্যূনতম কাম্য শিক্ষার্থী হবে, ৮২৫ জন +275 জন+২৭৫ জন=1375 জন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ৯.৩ অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করা হলো:

বিধিমোতাবেক নিয়োগ: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও | নীতিমালা-২০২১ এর জনবল কাঠামোর প্যাটার্নে নেই কিন্তু, জনবল কাঠামোতে নিয়োগের শর্ত ও পদ্ধতি মোতাবেক এবং মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রদান করাকে বুঝাবে।

প্যাটার্নভুক্ত পদে নিয়োগ: প্যাটার্নভুক্ত পদ বলতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে শূন্যপদে নিয়োগ বুঝাবে।

উদ্বৃত্ত পদ: প্যাটার্নভুক্ত পদে এমপিও হয়েছিল কিন্তু সরকার কর্তৃক জারিকৃত কোন প্রজ্ঞাপন বা নতুন এমপিও নীতিমালার কারণে পদটি বিলুপ্ত হয়েছে, এমন পদটি উদ্বৃত্ত পদ হিসেবে গণ্য হবে। তবে উক্ত পদে কর্মরত ব্যক্তির চাকরি সমাপনান্তে পদটি বিলুপ্ত হবে' এবং ৩১ ডিসেম্বর ২০১৬ সালের আগে ননএমপিও শূন্যপদে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence