কুয়েট ভিসিকে সরিয়ে দেওয়া হতে পারে

২৩ এপ্রিল ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
মুহাম্মাদ মাছুদ ও কুয়েট লোগো

মুহাম্মাদ মাছুদ ও কুয়েট লোগো © ফাইল ছবি

উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মাদ মাছুদকে। বুধবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘আমাদের উপদেষ্টা কুয়েটে গিয়েছেন। তার আশ্বাসেও শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করছেন না। এ অবস্থায় উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ছাড়া বিকল্প কিছু দেখা যাচ্ছে না।’

কুয়েট উপাচার্যকে নিজ পদ থেকে কবে নাগাদ অপসারণ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘মন্ত্রণালয় এবং ইউজিসির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি খুব অল্প সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

শিক্ষার্থীরা আপোষ করলে উপাচার্যকে স্বপদে বহাল রাখা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘বিষয়টি অনেক জটিল আকার ধারণ করেছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। শিক্ষার্থীরা যদি চান তাহলে কুয়েট ভিসি স্বপদে বহাল থাকতে পারেন বলে জানান তিনি।’

এদিকে বুধবার সকাল পৌনে ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে পৌঁছান  শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এই গরমে তোমরা যারা অনশন করছ এবং অনশনের মাধ্যমে নিজেদের অবস্থানের দৃঢ়তা তুলে ধরেছ, তোমাদের বলতে চাই, প্রক্রিয়া চলমান আছে। খুব শিগগির তদন্ত কমিটি আসবে। তারা তোমাদের সঙ্গে কথা বলবে এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত ১৩ এপ্রিল থেকে আবার ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

ট্যাগ: কুয়েট
বহু নির্যাতন সহ্য করলেও খালেদা জিয়া কখনো অভিযোগ করেননি: বার…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফের ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ, সেক্রেটারি ড…
  • ১৩ জানুয়ারি ২০২৬
আসছে নতুন রাজনৈতিক প্লাটফর্ম, নেতৃত্বে কারা ?
  • ১৩ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু বন্ধ করার অপপ্রয়াস ছাত্র সমাজ মেনে নেবে না: ইসিকে ডাক…
  • ১৩ জানুয়ারি ২০২৬
নিকাব ইস্যুতে বিএনপির দলীয় অবস্থান স্পষ্টের আহ্বান আপ বাংল…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9