সরকারের এই মেয়াদেও আলোর মুখ দেখছে না শিক্ষা আইন

৩০ অক্টোবর ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান © প্রতীকী ছবি

এক যুগের বেশি সময় ধরে শিক্ষা আইনের খসড়া নিয়ে কেবল আলোচনাই হয়েছে। কখনো বলা হয়েছে আইনের খসড়া চূড়ান্ত, কখনো আবার তা পিছিয়ে গেছে। বর্তমান সরকারের চলতি মেয়াদও শেষ হতে যাচ্ছে। কিন্তু এখনো শিক্ষা আইন চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মন্ত্রী জানালেন, এই মেয়াদেও শিক্ষা আইন আলোর মুখ দেখছে না।

আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, প্রস্তাবিত শিক্ষা আইন নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, সরকারের বর্তমান মেয়াদও (পাঁচ বছর) প্রায় শেষ হতে চলল। শিক্ষা আইন কি আসলেই আলোর মুখ দেখবে? প্রস্তাবিত আইনেও শিক্ষকদের কোচিং-প্রাইভেট নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

এ প্রশ্নের জবাবে চলতি মেয়াদে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন ২ নভেম্বর পর্যন্ত চলবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কাজেই এই মেয়াদে শিক্ষা আইন তো আর আলোর মুখ দেখছে না। আগামী মেয়াদে যদি দেখে।

২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয়। শিক্ষাসংক্রান্ত সব আইন, বিধিবিধান, আদেশগুলো একত্র করে জাতীয় শিক্ষানীতির আলোকে এবং সেটি বাস্তবায়নের জন্য সমন্বিত শিক্ষা আইন প্রবর্তনের পদক্ষেপ গ্রহণের কথা ছিল। এ লক্ষ্যে ২০১১ সালের জানুয়ারিতে শিক্ষানীতি বাস্তবায়নে ২৪টি উপকমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যার মধ্যে অন্যতম ছিল শিক্ষা আইনের খসড়া প্রণয়ন করা।

এরপর এ আইনের খসড়া নিয়ে অসংখ্যবার সভা হয়েছে, খসড়া কাটাছেঁড়া হয়েছে। নানাজনের মতামত নিয়ে আইনের খসড়া প্রণয়ন করে সেটি একাধিকবার মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বিভিন্ন রকমের ‘ত্রুটি ও প্রশ্ন’ থাকায় মন্ত্রিপরিষদ বিভাগ খসড়াটি ফেরত পাঠায়। আলোচনার পর আলোচনা হয়েছে, কিন্তু আলোর মুখ দেখেনি আলোচিত শিক্ষা আইন।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে ছাত্রদলে…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণায় নেতাকর্মীদেরকে ছাত্রদল…
  • ২১ জানুয়ারি ২০২৬
কী প্রতীক পেলেন রুমিন ফারহানা?
  • ২১ জানুয়ারি ২০২৬
এক দিনেই যে ৭ জেলায় সমাবেশ করবেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
আরও এক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি 
  • ২১ জানুয়ারি ২০২৬
মাথা কখন গরম হয়, যখন চোখে অন্ধকার দেখে
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9