আজ ও আগামীকাল ৪ জেলার স্কুল-কলেজ বন্ধের আদেশ জারি

  © সংগৃহীত

বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার মাধ্যমিক স্কুল ও কলেজগুলো আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম আগামী ৯ ও ১০ আগস্ট বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এর বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। 

তবে, রাঙ্গামাটি এলাকায় বন্যার প্রাদুর্ভাব কম থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতের সৃষ্ট জলাবদ্ধতার কারণে মঙ্গলবার এ নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিলো। এর সঙ্গে বন্যার্ত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার মাধ্যমিক স্কুল ও কলেজগুলো বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকবে বলে ঘোষণা এলো।


সর্বশেষ সংবাদ