কোচিং বাণিজ্য— কথাটি খারাপ নয়: শিক্ষামন্ত্রী

২৯ মার্চ ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কোচিংয়ের দরকার হবে না আর নোট-গাইডের ব্যবসা চলবে না, তাই এটির বিরোধিতা করা হচ্ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোচিংয়ে সবকিছু খারাপ তা নয়। কোচিংয়ের মধ্যে যেটাকে আমরা কোচিং বাণিজ্য বলি, সেখানে ‘কোচিং’ কথাটিও খারাপ নয় এবং ‘বাণিজ্য’ কথাটিও খারাপ নয়। কিন্তু যারা শ্রেণিকক্ষে পাঠদান না করে শিক্ষার্থীকে বাধ্য করান কোচিংয়ে যেতে এবং সেখান থেকে তারা অতিরিক্ত রোজগারটা করেন। সেখানেই সমস্যা। 

আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নতুন শিক্ষাক্রম ২০২২ বিষয়ে সারা দেশের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং নতুন কারিকুলাম নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব শিক্ষক কোচিং থেকে অতিরিক্ত রোজগার করেন তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করে শিক্ষার্থীকে কোচিংয়ে যেতে বলেন এবং শিক্ষার্থীদের কোচিং করান তাদের একটি মহাভয়। এটি একবারে অমূলক নয়। আসলেই নতুন শিক্ষা শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কোচিংয়ের দরকার হবে না।

“আরেকটা পক্ষ আছে নোট ও গাইড বই নিয়ে যারা ব্যবসা করেন। সেখানে তো অনেক টাকা। তাদেরও খুব ভয় যে নতুন শিক্ষা শিক্ষাক্রম বাস্তবায়িত হলে নোট বই ও গাইড বইয়ের দরকার হবে না। সেটাও সত্য কথা। তাদের ভয়ও একবারে অমূলক নয়। তাছাড়া সমাজে আরেক ধরণের মানুষ আছে যারা পরিবর্তন চান না। আগে যা আছে সেটা নিয়ে থাকতে চান তারা।”

তিনি আরও বলেন, যতই ষড়যন্ত্র এবং প্রতিবন্ধকতা আসুক না কেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। এরমধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের নাগরিক হবে, সুনাগরিক হবে। তারা মানবিক হবে, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হবে। তারা সৃজনশীল হবে। তবে যেকোন নতুন কিছু করতে গেলে ছোটখাট ভুল হতেই পারে। তাই সব বাধা এগিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেরর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবাল প্রমুখ।

কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!