এমপিওপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়ম, মন্ত্রণালয়ের সভা আজ

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটাে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়মের বিষয়ে পর্যালোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ অনেক শিক্ষক-কর্মচারী ঘুষের বিনিময়ে এমপিওভুক্ত হয়েছেন। অনেকের কাগজপত্র সঠিক না থাকলেও তারা এমপিও পেয়েছেন। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনের আলোকে করণীয় ঠিক করতে এই পর্যালোচনা সভা ডাকা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে সভার নোটিশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. আবদুল জলিল মজুমদার।

আরো পড়ুন: এসএসসির ফরম পূরণ শুরু আজ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিরীক্ষাকালে পরিদর্শনকারী টিম কর্তৃক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের এমপিও প্রাপ্তির বিভিন্ন অনিয়মের বিষয়ে যে আপত্তি উত্থাপন করে থাকে সে বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে এ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় যথা সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন), বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক),  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (নিরীক্ষা ও আইন) এবং  পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence