তিন অধিদপ্তরের এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনা হচ্ছে

২০ অক্টোবর ২০২২, ০৫:৩৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের তিনটি পৃথক এমপিও নীতিমালা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনটি অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত এই নীতিমালার মধ্যে সামঞ্জস্যতা আনার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এজন্য সংশ্লিষ্ট অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে সভা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সভার বিষয়টি জানিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সোনা মনি চাকমা।

নোটিশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত জনবলকাঠামো ও এমপিও নীতিমালা সমূহের মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নং-১৮১৫, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) এক সভা অনুষ্ঠিত হবে। সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সভায় অংশ নেয়ার জন্য, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, এনটিআরসিএর চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপসচিবকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

জাবিপ্রবিতে হলের নাম পরিবর্তনে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলছে
  • ২২ জানুয়ারি ২০২৬
মৌখিক পরীক্ষা কবে, যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
আ.লীগের দুর্গে নতুন রাজনৈতিক সমীকরণ: মরিয়া বিএনপি, আশাবাদী …
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল কবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
নারী সেজে ফেসবুকে প্রেম, যুবক গ্রেপ্তার
  • ২২ জানুয়ারি ২০২৬
চাঁদপুরের পাঁচ আসনে ৩৫ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থ…
  • ২২ জানুয়ারি ২০২৬