শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা বুধবার

লোগো
লোগো  © ফাইল ছবি

আগামী বুধবার (১৯ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে সভা করবে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘আগামী ১৯ অক্টোবর সকাল ৯.৩০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ-এঁর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে (কক্ষ নং-১৭০৫, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত মাননীয় হাইকোর্ট বিভাগে রুজুকৃত রিট মামলা নং ৪৯৪০/২০২১ এর ১/০৬/২০২২ তারিখের পর্যবেক্ষণ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের ৩০/১২/২০১৫ তারিখের পরিপত্রের ৮নং অনুচ্ছেদ সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রয়োজনীয় সকল তথ্যাদিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’


সর্বশেষ সংবাদ