স্কুল দেরিতে চালুর পরামর্শ ব্রিটিশ বিশেষজ্ঞের

২৮ মে ২০২০, ০৩:২৪ PM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতেই সামনের মাসে শিক্ষা প্রতিষ্ঠান চালু করলে করোনা আক্রান্ত আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের ল্যানচেশায়ারের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. সাকথি কারুণাথিনি।

এদিকে ১ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে ব্রিটিশ সরকার চেষ্টা করছে। কিন্তু ডা. সাকথি কারুণাথিনি মনে করেন, বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলে করোনা সংক্রমণের ফলে দেশ যে ধরনের সঙ্কটে পড়বে, তা মোকাবিলার সামর্থ থাকবে না।

করোনা সংক্রমণের জেরে যুক্তরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে।

যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আমরা চাই শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে ফিরে যাক। কারণ, তাদের শিক্ষা এবং ভবিষ্যতের জন্য তাদের শিক্ষক ও সহপাঠীদের সংস্পর্শ অত্যন্ত জরুরি।

তবে তিনি এও বলেছেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখনই চালু ও কিছু শিক্ষার্থী এখনই বিদ্যালয়ে ফিরতে পারবে না। বর্তমানে যে লকডাউন পলিসি এবং মানুষজনকে শারীরিকভাবে দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, তার ফলে করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ থেমে যাবে।

 

সূত্র: বিবিসি

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬