‘রাবির ৬ শিক্ষার্থী শিবির’ নিয়ে ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

 ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে দ্যা ডেইলি ক্যাম্পাসের লোগোযুক্ত ভুয়া একটি নিউজ কার্ড পোস্ট করা হচ্ছে। ডেইলি ক্যাম্পাসের নিউজ কার্ডের মতো হুবহু নকল করে ফটোকার্ডও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছয়জন শিক্ষার্থীর ছবি দিয়ে লেখা হয়েছে, 'শিবিরের সাথে জড়িত আছে বলে জানা গেছে রাবির দর্শন বিভাগের ৬ শিক্ষার্থী'।

গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে ফেসবুকের কয়েকটি গ্রুপে বিষয়টি ছড়িয়ে পড়ে। তবে 'বেনামী পোস্ট' করায় কে বা কারা বিষয়টি ছড়িয়েছে তা জানা সম্ভব হয়নি।

এরকম পোস্ট দেখুন এখানে,  https://www.facebook.com/share/p/tP5LG5Qcas1zGDNV/?mibextid=oFDknk তবে পরে দেখায় পোষ্টটি ডিলিট করে দেয়া হয়েছে। 

আমাদের দর্শক ও পাঠকদের জানাতে চাই– এটি দ্যা ডেইলি ক্যাম্পাসের নিউজ কার্ড নয়। এটি একটি ভুয়া, যেটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। 


সর্বশেষ সংবাদ