এমপিও আবেদনের সময় বাড়াল মাদ্রাসা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ০৯ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকরা এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলের অধীন এমপিও আবেদনের সর্বশেষ সময়সীমা ০৮ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। আবেদনের প্রক্রিয়ায় প্রযুক্তিগত জটিলতা এবং অন্যান্য প্রয়োজনীয়তার কারণে উক্ত সময়সীমা একদিন অর্থাৎ ০৯ সেপ্টেম্বর (সকাল ৮:০০ ঘটিকা হতে রাত ১১:০০ ঘটিকা) পর্যন্ত নির্ধারণ করা হলো।

আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শিক্ষক-কর্মচারীর এমপিও আবেদন ফরওয়ার্ড করার জন্য অনুরোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 


সর্বশেষ সংবাদ