নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ PM
২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ে মধ্যে যারা রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীরা
আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।
এতে আরও বলা হয়,নির্ধারিত সময়ের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীরাও এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।