৩২৬৩ জনকে নিয়োগ দিয়ে ৪৮তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন এখানে

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে  জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের উল্লেখিত তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন।

তালিকা দেখুন এখানে

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর, ২৭ অক্টোবর ও ১৭ নভেম্বরের চিঠির তথ্যের আলোকে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হলো। তারা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন।  

নিয়োগের শর্তসমূহ:

ক. তাঁকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

খ. উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

গ. তাঁকে ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাথে পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি হতে অপসারণ করা যাবে;

ঘ. উপানুচ্ছেদ (ক) ও (খ) এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে;

ঙ. উপানুচ্ছেদ (ক)-এ উল্লিখিত প্রশিক্ষণের জন্য কর্মস্থল হতে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের নিকট একটি অঙ্গীকারনামা দাখিল করে তাঁকে প্রশিক্ষণে যেতে হবে। তাঁকে একজন জামানতদারসহ ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল উত্তীর্ণ হওয়ার ০৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাঁকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষ্যে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যান্য ভাতাদি ও তাঁর প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতোই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬