৪৫তম বিসিএসে রিপিট ক্যাডার তালিকা সংশোধনের দাবি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৫তম বিসিএসে রিপিট ক্যাডার তালিকার অসংগতি অভিযোগ করে তালিকা সংশোধন ও সম্পূরক ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন তারা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪৫তম বিসিএস পরীক্ষার্থী ইকরামুল হক। এ উপস্থিত ছিলেন রাসেল, বুয়েটের শিক্ষার্থী আসিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল কালাম আজাদ, জালাল আহমদ প্রমুখ।
লিখিত বক্তব্যে ইকরামুল হক বলেন, ‘আমরা ৪৫তম বিসিএস প্রিলি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী বিসিএস চাকরিপ্রত্যাশী প্রার্থীবৃন্দ পদে পদে বৈষ্যমের শিকার হচ্ছি। সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার বিভিন্ন পদে সুপারিশের ক্ষেত্রে অনেক অসংগতি রয়েছে। যেমন ক্যাডার পদে শতাধিক রিপিট ক্যাডার সুপারিশ, ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য ৪৭৭টি নন-ক্যাডার পদ হ্রাস এবং উচ্চ গ্রেডে কর্মরত প্রার্থীকে তুলনামূলক নিম্ন গ্রেডের নন-ক্যাডার পদে সুপারিশ যা সংশোধনের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি।’
সংবাদ সম্মেলনে তারা ৩ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ৪৪তম বিসিএস গেজেট প্রকাশের পর ৪৫তম বিসিএসের রিপিট ক্যাডার তালিকা সংশোধনপূর্বক সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে; ৪৫তম বিসিএস নন-ক্যাডার ফলাফল স্থগিতকরণ-পূর্বক বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তরের শূন্য পদ অধিযাচনের মাধ্যমে গ্রহণ করে ৪৫তম বিসিএস থেকে নন-ক্যাডারে সর্বোচ্চ নিয়োগ নিশ্চিত করে মেধাবীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে ও পূর্ববর্তী ব্যাচের(৪৪তম বিসিএস) মতো নতুন করে পছন্দক্রম প্রদানের মাধ্যমে রিপিট ননক্যাডার সুপারিশ রহিত করে প্রকৃত মেধাবী বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
দাবি আদায়ে আগামীকাল বিকেল তিনটায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা।