ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার যেভাবে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৬ AM
নতুন কোনো স্থানে নির্দিষ্ট গন্তব্য খুঁজে বের করার ক্ষেত্রে বিশ্বব্যাপী গুগল ম্যাপ ব্যাপক জনপ্রিয়। তবে এটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন। সম্প্রতি গুগল ম্যাপ ব্যবহারের জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই বলে গ্যাজেটস নাউ এর প্রতিবেদনে বলা হয়েছে।
এক্ষেত্রে অফলাইনে থেকেও গুগল ম্যাপ ব্যবহার করা যাবে। এজন্য যে স্থানে যেতে চাচ্ছেন তা আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে। অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারে দেখা যাবে না কোথায় কোথায় যানজট রয়েছে।
কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন জেনে নেওয়া যাক
এজন্য প্রথমেই ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে।
এরপর অফলাইন ম্যাপে ট্যাপ করুন।
আরও পড়ুন: নতুন সেতু দিয়ে ইউরোপ থেকে এশিয়ায় যেতে লাগবে ৬ মিনিট
এবার ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।
তারপর ডাউনলোড অপশনে ট্যাপ করুন।
এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে।
এই অফলাইন ম্যাপ কিন্তু ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি আপডেট করে নিতে হবে। আর এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে।
তবে ম্যানুয়ালিও গুগল ম্যাপ আপডেট করা যায়। চলুন জেনে নেই।
এজন্য যথারীতি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করতে হবে।
এরপর প্রোফাইল পিকচারে ট্যাপ করুন ও তারপরে অফলাইন ম্যাপে ক্লিক করুন।
এবার এই তালিকা থেকে এক্সপায়ার্ড বা এক্সপায়ারিং এরিয়াতে ট্যাপ করুন।
তারপর আপডেট অপশনে ক্লিক করুন।