টেলিটকের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার

টেলিটকের ওয়েবসাইট হ্যাক
টেলিটকের ওয়েবসাইট হ্যাক  © ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলের পরে এ ঘটনা ঘটে। হ্যাক হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: টেলিটক নেটে সমস্যা, বুয়েট শিক্ষার্থীদের জিপি সিম দেয়ার সিদ্ধান্ত

মন্ত্রী বলেন, হ্যাক হওয়ার বিষয়ে আমরা জেনেছি। বিশ্বের যেকোনো ওয়েবসাইট হ্যাক হতে পারে। টেলিটকের ওয়েবসাইট হ্যাক হওয়ার পরেই তা উদ্ধারে আমাদের কারিগরি টিম কাজ শুরু করেছে। এতে সাইটের কোন ধরনের ডাটার ক্ষতি হয়নি। শিগগিরই টেলিটকের ওয়েবসাইট আমাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো।

আরও পড়ুন: কনস্টেবল নিয়োগে কারিগরি সহায়তা দেবে টেলিটক

তবে টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইটটিতে এখনো প্রবেশ কর যাচ্ছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সেখানে প্রবেশের পর ‘‘WE'LL BE RIGHT BACK! We're currently down for maintenance, check back soon!’’ লেখাগুলো ভেসে আসছে। হ্যাক হওয়ার ফলে ওয়েবসাইটটির কার্যকারিতা হারিয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে পূর্বে যে কোম্পানি দায়িত্বে ছিল তাদের কাছ থেকে অন্য এক কোম্পানির নিকট দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো। এই প্রক্রিয়ার চলার সময়েই হ্যাকার গোষ্ঠী ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর হ্যাক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৬ সালে টেলিটকের সার্ভার হ্যাক হওয়ার দাবি করা হয়েছিল যদিও পরে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০০৪ সালে যাত্রা শুরু করা মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটির বর্তমানে প্রায় ৬৩ লাখ গ্রাহক রয়েছ।


সর্বশেষ সংবাদ