দেশে প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন

১২ আগস্ট ২০২১, ১১:৩৮ PM
 অ্যামাজন

অ্যামাজন © লোগো

ফেসবুক ও গুগলের পর বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বাংলাদেশকে প্রথমবারের মত মূল্য সংযোজন কর (মূসক) দিয়েছে।

বৃহস্পতিবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট অফিসে প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন রয়েছে।

সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকা ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা যে সেবা বাংলাদেশে সরবরাহ করেছে তার মূল্য ছিল ৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা।

ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফেসবুক, গুগলের পর অ্যামাজনও ভ্যাট রিটার্ন জমা দিয়েছে। প্রথমবারের মতো মাসিক রিটার্ন জমা দিয়ে সরকারি কোষাগারে প্রায় ৫৩ কোটি ভ্যাট দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষে বাংলাদেশে তাদের অ্যাজেন্ট প্রাইস ওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) এর মাধ্যমে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে অ্যামাজন।

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। চলতি মাসেই বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে।

অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এ দেশে স্থায়ী কার্যালয় নেই) এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন।

ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। ভ্যাট নিবন্ধন নেয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।

২৭ মে অ্যামাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয় ১ জুলাই।

রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬