দেশের উচ্চশিক্ষা খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৬ PM

© ডিসিসিআই

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য। দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রমে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতার বাজার অনুযায়ী বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম চালু করতে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো বেশ আগ্রহী। বিনিয়োগ আকর্ষণে বিদ্যমান নীতিমালার কার্যকর ব্যবহার প্রয়োজন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন, ব্রিটিশ দূতাবাসের বেসরকারি খাত উন্নয়নবিষয়ক কর্মকর্তা মহেশ মিশ্রা প্রমুখ। ব্রিটিশ হাইকমিশনার ও ঢাকা চেম্বারের সভাপতির মধ্যকার সাক্ষাৎটি আজ মঙ্গলবার ডিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতিতে অনেক অগ্রগতি হয়েছে। ফলে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের ব্যবসাসহায়ক পরিবেশ আরও উন্নত করা দরকার।

যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে আগামী সপ্তাহ থেকে ‘ব্রিটিশ-বাংলাদেশ বাণিজ্য সংলাপ’ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সেই সংলাপের মাধ্যমে উভয় দেশের সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্য। গত ২০১৯-২০ অর্থবছরে এই বাজারে বাংলাদেশ প্রায় ৩৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। তার বিপরীতে ৪১ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশে। বাংলাদেশে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত সফটওয়্যার রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাজ্য। গত অর্থবছরে রপ্তানি হওয়া সফটওয়্যারের প্রায় ১৩ ভাগই যুক্তরাজ্যে গেছে।

বাংলাদেশ থেকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সেবা আমদানির পাশাপাশি তৈরি পোশাকসহ, শাকসবজি, ফলমূল, বাইসাইকেল, ব্যাটারি, পাটজাত পণ্য এবং পাদুকা ও চামড়াজাত পণ্য প্রভৃতি আমদানি করতে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের মাধ্যমে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রস্তাব দেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন শেষ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন শিক্ষকরা, প্রাধান্য পাবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল নিয়ে য…
  • ২৭ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ, যা আছে
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘লেনদেন নিয়ে ভুল বোঝাবোঝি হয়েছিল’— ৩০ হাজার টাকা ছিনতাইয়ে অ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সুপারিশকৃত নতুন পে স্কেল বাস্তবায়ন কীভাবে, বললেন জ্বালানি উ…
  • ২৭ জানুয়ারি ২০২৬