বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের জন্য শুরু হল ‘দারাজ এক্সপেডাইট’

০৯ জানুয়ারি ২০২১, ১২:৪৫ AM

© সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের জন্য ‘দারাজ এক্সপেডাইট’ নামক এক ব্যতিক্রমী প্রোগ্রাম চালু করেছে দেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ। প্রতিভাবান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, যারা চাকরির বাজার সম্পর্কে আরও জানতে আগ্রহী, পাশাপাশি  ইকমার্স জগতের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবগত হতে চান এবং নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে চান তারা দারাজ এক্সপেডাইট ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন করতে পারেন।   

দারাজ জানিয়েছে, চলতি মাস থেকেই এক বছর মেয়াদী এই ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে নিজেদের আয় বাড়ানোর সুযোগ পাবেন। 

“শিক্ষার্থীদের এই ভূমিকাটি তাদের পরিচিতি অর্জনে সহায়তা করবে এবং একটি শক্তিশালী কর্পোরেট ক্যারিয়ার প্রোফাইল তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। চলতি বছর প্রাথমিকভাবে ৩৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে নির্বাচিত করা হবে এবং বছর শেষে প্রোগ্রামটিতে ক্যাম্পাস অ্যাম্বাসেডরের সংখ্যা সর্বমোট ১০০ জনে দাঁড়াবে।”

এ নিয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবরার হাসনাইন বলেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে তরুণদের প্রতিভার বিকাশে বিশেষ কিছু করতে আমরা সব সময়ই কাজ করে যাচ্ছি। আমরা লক্ষ্য করেছি যে, নিজেদের আলাদা করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেরা বিভিন্ন প্রচেষ্টা নেয়, কিন্তু অবাধ তথ্য প্রবাহের এ যুগে অনেক সময় তা হারিয়ে যায় এবং সবার দৃষ্টিগোচর হয় না। এক্ষেত্রে, দারাজ এক্সপেডাইট প্ল্যাটফর্মটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে মেধাবী তরুণ/তরুণীরা তাদের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারবেন; যা একইসঙ্গে তাদের ভবিষ্যতের পথচলায় ভিত নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।’  

একটি শীর্ষস্থানীয় বহুজাতিক করপোরেশনে কাজের অভিজ্ঞতা অর্জন ছাড়াও নির্বাচিত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা প্রোগ্রামটি থেকে আর্থিকভাবে লাভবান হবেন এবং তাদের কর্মদক্ষতা ও বাৎসরিক পর্যালোচনার উপর ভিত্তি করে ইকমার্স সার্টিফিকেট পাবেন। পাশাপাশি, ভবিষ্যতে দারাজ বাংলাদেশের কোন পদে চাকরির আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থী, বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত তাদেরকে এই প্রোগ্রামে অংশ নিতে আবেদনপত্র জমা দেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

darazXpedite@daraz.com.bd-এই ই-মেলটিতে আগ্রহীরা তাদের সিভি জমা দেওয়ার আবেদন করতে পারবেন। কেইস স্টাডি টেস্ট ও চূড়ান্ত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি ওয়েস্টিন ঢাকায় এক জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে বলে জানিয়েছে দারাজ।

সীমান্তে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
  • ১০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9