শিশুদের জন্য এবার সিসিমপুর অ্যাপ

  © সংগৃহীত

শিশুদের প্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর এবার শিশুদের জন্য নিয়ে এলো সিসিমপুর অ্যাপ। ইউএসএআইডির আর্থিক সহায়তায় চলমান আর্লি চাইল্ডহুড ম্যাস মিডিয়া প্রকল্পের আওতায় অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। সিসিমপুরের এই ই-লার্নিং প্ল্যাটফর্মটি মোবাইলের গুগল প্লে স্টোরে যেমন পাওয়া যাবে, ঠিক তেমনই ওয়েব থেকেও ব্রাউজ করা যাবে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সিসিমপুর জানিয়েছে, মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে ‘সিসিমপুর’ বা sisimpur  লিখে সার্চ করলে প্ল্যাটফর্মটির দেখা মিলবে এবং ডাউনলোড করা যাবে। অন্যদিকে, ওয়েবে বা যেকোনো ব্রাউজারে ঢুকে ‘সিসিমপুর ভিলেজ’ বা sisimpurvillage লিখে সার্চ করলেও এই প্ল্যাটফর্মটির ওয়েব ভার্সন পাওয়া যাবে।

শিশুদের জন্য সিসিমপুর অ্যাপ হবে সিসিমপুরের সঙ্গে যুক্ত হওয়ার নতুন একটি মাধ্যম। বড়দের সাহায্য নিয়ে শিশুরা এখানে সিসিমপুরের দারুণ সব ভিডিও দেখতে পারবে, গল্প শুনতে পারবে, বই পড়তে পারবে, ছবি আঁকতে পারবে এবং মজার মজার সব খেলা খেলতে পারবে। আর এভাবে মজায় মজায় সময় কাটাতে পারবে হালুম, টুকটুকি, শিকু, ইকরিসহ সিসিমপুরের বন্ধুদের সঙ্গে।

অনেক স্টেশনের সমন্বয়ে সাজানো হয়েছে সিসিমপুর অ্যাপ। ‘ভিডিও দেখি’ স্টেশনে দেখা যাবে সিসিমপুরের সব ভিডিও, ‘গল্প শুনি’ স্টেশনে শিশুরা শুনতে ও দেখতে পাবে গল্পের ভিডিও, ‘গল্প পড়ি’ স্টেশনে গিয়ে গল্পের বই পড়তে পারবে, ‘এসো খেলি’ স্টেশনে গিয়ে শিশুরা খেলতে পারবে মজার সব খেলা আর ‘পাজল মেলাই’ স্টেশনে গিয়ে মেলাতে পারবে নানান রকম পাজল।

করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে করা হয়েছে একটি বিশেষ স্টেশন ‘সুস্থ থাকি’। সেখানে গিয়ে শিশু ও বড়রা পাবে করোনাভাইরাস সম্পর্কিত ভিডিও, গল্পের বই আর নানারকম সৃজনশীল কাজ। মা-বাবা ও শিশুদের যত্নকারীদের জন্য করা হয়েছে আরেকটি স্টেশন, যার নাম ‘মা, বাবা ও যত্নকারীদের জন্য’। এই স্টেশনে থাকবে শিশুযত্নবিষয়ক নানা তথ্য।

ইউএসএআইডির অর্থায়নে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ম্যাস মিডিয়া অ্যাক্টিভিটি, সিসিমপুর একটি চার বছর মেয়াদি প্রকল্প, যার আওতায় নতুন ১০৪টি নতুন এপিসোড, জনসচেতনতামূলক বিজ্ঞাপন, ৪০টি গল্পের বই ও এই ই-লার্নিং প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

ইউএসএআইডির উন্নয়ন লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও পরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো বিষয়গুলো শিশুদের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে সিসিমপুরের এসব আয়োজনে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence