সাইবার সিকিউরিটি সপ্তাহ পালন বাংলালিংকের

০৭ ডিসেম্বর ২০২০, ০৩:০৫ PM
সাইবার সিকিউরিটি সপ্তাহ পালিত

সাইবার সিকিউরিটি সপ্তাহ পালিত © টিডিসি ফটো

“ডু ইওর পার্ট, বি সাইবার সিকিউরিটি স্মার্ট” থিম নিয়ে সাইবার সিকিউরিটি সপ্তাহ ২০২০ পালন করছে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

এই উদ্যোগের মাধ্যমে করোনা মহামারিতে হোম-অফিস চলাকালীন কোনো ধরনের সাইবার ঝুঁকির সম্মুখীন হলে দক্ষতার সাথে কীভাবে তা মোকাবেলা করা যায় সে বিষয়ে বাংলালিংক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া ই-মেইলের মাধ্যমে কর্মীদের কাছে সাইবারসিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক বার্তা, অডিওভিজুয়াল ও গ্রাফিক্স পাঠানো হবে। সাইবারসিকিউরিটি নিয়ে একটি কুইজ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করবেন বাংলালিংক কর্মীরা। সপ্তাহ শেষে কুইজ বিজয়ীদের ই-সার্টিফিকেট প্রদান করা হবে।

বিশ্বখ্যাত সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞ ও স্ট্র্যাটেজি অ্যাডভাইজার মেরিক ক্যাও মূল বক্তা হিসেবে অনলাইনে বাংলালিংক কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।

বাংলালিংক-এর চিফ টেকনোলোজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন, “ডিজিটাল বিশ্বে সাইবার সিকিউরিটির গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এটি বিবেচনা করেই আমরা এ বছর সাইবারসিকিউরিটি সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক সবার জন্য নিরাপদ সাইবারস্পেস তৈরির লক্ষ্যে এই বিষয়ে প্রচারণা চালিয়ে যাবে।”

তিনি বলেন, “আমাদের কর্মীরা যেনো নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেজন্য তাদের সাইবারসিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন সিকিউরড হোম, কোভিড (সোশ্যাল) ইঞ্জিনিয়ারিং, দ্যা পাওয়ার অফ আপডেটিং, সিকিউর ভার্চুয়াল কনফারেন্স ও ডিজিটাল হ্যাবিটস সম্বন্ধে নির্দেশনা দেওয়া হবে।”

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
  • ০৭ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মান…
  • ০৭ জানুয়ারি ২০২৬
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
  • ০৭ জানুয়ারি ২০২৬
১৫ জানুয়ারির পর যৌথ বাহিনীর অভিযান জোরদার হবে: ইসি সানাউল্ল…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬