১০০ টাকায় শিক্ষা লার্নিং প্ল্যাটফর্ম
১০০ টাকায় শিক্ষা ও ইউসিবি ব্যাংকের লোগো © সংগৃহীত
আগামী এক বছরে ১০ হাজার বিসিএস পরীক্ষার্থীকে বিষয়ভিত্তিক প্রস্তুতিতে সহযোগিতা করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এ লক্ষ্যে ‘১০০ টাকায় শিক্ষা’ লার্নিং প্ল্যাটফর্মের সঙ্গে একটি যৌথ উদ্যোগ অনুমোদন করেছে ব্যাংকটি, যা ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যক্রম শুরু করবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ‘১০০ টাকায় শিক্ষা’র মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে খুব সহজে সাইন আপ/স্টুডেন্ট অ্যাকাউন্ট করে এ সুবিধা পেতে পারেন।
এ বিষয়ে লার্নিং প্ল্যাটফর্মটির চিফ অপারেটিং অফিসার মাহফুজা আক্তার জানান, স্টুডেন্ট থাকা অবস্থার চেয়ে চাকরির প্রস্তুতির সময়, অর্থাৎ চাকরি প্রার্থীরাই সবচেয়ে বেশি আর্থিক দূরবস্থার মধ্যে থাকে। এমতাবস্থায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে চাকরির কোচিং করা তাদের জন্য কষ্টকর বিধায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা চাকরি প্রার্থীদের আংশিকভাবে সহযোগিতা করবে। প্রাথমিক পর্যায়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১০ হাজার বিসিএস পরীক্ষার্থীকে এমন সুযোগ দিলেও পরবর্তী সময়ে বৃহৎ আকারে এমন উদ্যোগ গ্রহণ করা হতে পারে।
জানা গেছে, একজন চাকরি প্রার্থী তার প্রস্তুতির জন্য প্রতিটি রেকর্ডেড কোর্সের জন্য ‘উপায়’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০ টাকা পে করলে তা ক্যাশব্যাক পাবেন। একই সঙ্গে নির্দিষ্ট ক্যাম্পইন প্রতিনিধির মাধ্যমে নাম, ফোন নম্বর ও নিজ জেলার নাম দিয়েও কোনো পেমেন্ট না করেই বিষয়ভিত্তিক প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া যাবে। ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইন প্রতিনিধিরা ঢাবি, জাবি, জবির ক্যাম্পাস ছাড়াও ফার্মগেইট, মিরপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবেন। এ ছাড়া অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকেই এ সুবিধা গ্রহণ করা যাবে।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে কার্যক্রম শুরু করা ‘১০০ টাকায় শিক্ষা’ লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, একাডেমিক পড়াশোনা ছাড়াও দক্ষতা-বিষয়ক কোর্স করা যায় মাত্র ১০০ টাকায়। ব্যতিক্রমী এ উদ্যোগ ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।