সরকারবিরোধী পোস্ট লাইক-শেয়ার দিতে মানা কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের

সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্ট লাইক-শেয়ার দেওয়া থেকে বিরত থাকতে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে মাউশি
সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্ট লাইক-শেয়ার দেওয়া থেকে বিরত থাকতে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে মাউশি  © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সে অনুযায়ী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া এমন পোস্টে কমেন্ট, লাইক বা শেয়ারও করতে পারবেন তারা। 

গত বুধবার শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহারের জন্য মাউশি থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের নির্দেশনাটি পাঠানো হয়েছে।

বিভিন্ন গ্রুপ ও পেজ অ্যাডমিনদেরকে বলা হয়েছে, পোস্ট অনুমোদন করতে সরকারি নীতিমালা পরিপন্থী, স্ব স্ব প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী পোস্ট অনুমোদন করবেন না। অন্যথায় পোস্টদাতা ও অ্যাডমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি রাখতেও অনুরোধ জানিয়েছে মাউশি।

এতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো পেশাকে হেয় করে পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের এসব বিধির ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানের প্রধানদের তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তদন্ত করে প্রমাণসহ মাউশিকে জানাতে বলা হয়েছে নির্দেশনায়।

এছাড়া কর্মকর্তাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইন ও সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ‘রাষ্ট্রের ভাবমূর্তি’ বা ‘জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি’র সংজ্ঞা উল্লেখ না করে আরও বলা হয়, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন পোস্ট দেওয়া চলবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ