বাণিজ্য মেলা পূর্বাচলে, ১৪ এপ্রিল উদ্বোধন

০১ অক্টোবর ২০২০, ০৭:৫৮ PM
বাণিজ্য মেলা

বাণিজ্য মেলা © ফাইল ফটো

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হবে। ২০২১ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের দিন এই মেলার উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর পহেলা জানুয়ারি ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ২০২১ সালের ২৬তম বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সে ঘোষণা অনুযায়ী পূর্বাচলেই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে।

করোনার কারণে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পহেলা জানুয়ারি শুরু করা সম্ভব হচ্ছে না জানিয়ে ইপিবি সূত্র জানায়, গত ২৫ মার্চের পর থেকে দেশে লকডাউনে সব কাজকর্ম বন্ধ ছিল। নতুন ভেন্যু হওয়ার কারণে প্রস্তুতি কাজ কিছুটা পিছিয়ে রয়েছে। এ ছাড়াও আসন্ন শীতে করোনা দ্বিতীয় দফায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। সব দিক বিবেচনা করেই ২৬তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদ।

এদিকে ইপিবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় ৯৮ শতাংশ শেষ। তাই শতভাগ শেষ করতে সময় কিছুটা বাড়ানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলেই অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬