২১ সেপ্টেম্বর দেশের বাজারে আসছে রিয়েলমির নতুন চমক

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৬ PM

© টিডিসি ফটো

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি প্রথমবারের মতো তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন সি-সিরিজের রিয়েলমি সি সেভেন্টিন উন্মোচনের মধ্য দিয়ে গ্রাহকদেরকে একটি সারপ্রাইজ দিতে যাচ্ছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ফোনটি লঞ্চ করা হবে। বাংলাদেশের বাজারে এটি সর্বপ্রথম পাওয়া যাবে।

৯০ হার্টজের ৬.৫ ইঞ্চি আল্ট্রা-স্মুদ ডিসপ্লের সাথে থাকছে কোয়াড ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং এমন আরও অনেক অসাধারণ ফিচার।

আকর্ষণীয় প্রাইজ পয়েন্টে স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার ও চমৎকার সব ফিচারে বাজারে রিয়েলমি সি সিরিজের সূচনা হয়। এই সিরিজের প্রতিটি ফোনই স্মার্টফোন উৎসাহীদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং এখন পর্যন্ত সি সিরিজের গ্রাহকসংখ্যা ১.৩২ কোটিরও বেশি। প্রথমবারের মতো রিয়েলমি সি সেভেনটিন এনহ্যান্সড ফিচারে মিড-লেভেল রেঞ্জে ও ফিচারে বাজারে আসছে।

পছন্দের কন্টেন্ট দেখার ও অনলাইনে গেমিংয়ে চমৎকার অভিজ্ঞতা দিতে রিয়েলমি সি সেভেনটিনে থাকছে ৯০ হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে যা ৬০ হার্টজের ডিসপ্লের তুলনায় ৫০ শতাংশ বেশি রিফ্রেশ রেট নিশ্চিত করবে। ৯০ শতাংশ স্ক্রীন-টু-বডি রেশিওতে ডিসপ্লেতে পাওয়া যাবে অসাধারণ উজ্জ্বলতা।

রিয়েলমি সি সেভেনটিনের এআই কোয়াড রিয়ার ক্যামেরায় ঝকঝকে ছবি তোলা যাবে। একটি মূল ক্যামেরা, একটি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের সাথে একটি ম্যাক্রো লেন্স ও একটি পোর্ট্রেট লেন্সের সমন্বয়ে অনায়াশে যেকোনো দৃশ্যের ছবি তোলা যাবে। বড় অ্যাপারচার থাকায় নাইটস্কেপ মোডে লো লাইটেও ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরায় উজ্জ্বল এবং ক্লিয়ার সেলফি তোলা যাবে।

বিভিন্ন ফিচার ব্যবহারে প্রয়োজনীয় প্রোসেসিং স্পিডের জন্যে রিয়েলমি সি সেভেনটিনে থাকছে ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট। এছাড়া থাকছে ফাস্ট চার্জিং এর সুবিধাযুক্ত ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি।

রিয়েলমি জানিয়েছে, এমন আকর্ষণীয় মূল্যে রিয়েলমি সি সেভেনটিন লঞ্চ করা হবে যা গ্রাহকদের বিস্মিত করবে। সি সিরিজের এই নতুন ফোনে প্রিমিয়াম কোয়ালিটির সব সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং স্থানীয় স্মার্টফোন বাজারে রিয়েলমি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!