শেষ সময়ে লোহাগাড়ায় জমে উঠেছে পশুর হাট

৩১ জুলাই ২০২০, ০৫:৩৯ PM

© টিডিসি ফটো

মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। রাত পোহালেই শনিবার সামর্থবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে পশু কোরবানি দেবেন। মুসলমানদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবকে ঘিরে এখন সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোরবানির জন্য গরু, মহিষ কিংবা ছাগল অবশ্যই প্রয়োজন। এজন্য দেশের জেলা-উপজেলায় অস্থায়ী কোরবানি পশুর হাটের আয়োজন করা হয়।

আজ শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ডাকবাংলো মাঠের অস্থায়ী পশুর হাটসহ আরও কয়েকটি পশুর হাট জমে উঠেছে।

পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সপ্তাহের হাটের তুলনায় পশু বেচাকেনা জমে উঠেছে। হাটে প্রচুর পরিমানে দেশীয় জাতের গরু উঠেছে। ক্রেতাদের চাহিদাও ছিল দেশীয় গরুর প্রতি। পাশাপাশি মহিষ-ছাগলের চাহিদারও কমতি ছিল না। হাটগুলোতে মিয়ানমার কিংবা ভারতের গরু না আসাতে দেশীয় জাতের গরুর কদর বেড়েছে।

ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর শুরুতে দেশীয় জাতের গরুর দাম কম ছিল। তবে শেষ সময়ে এসে গরুর দাম বেড়েছে।

পশু হাটের ইজারাদাররা জানান, শেষ সময়ে হওয়ায় গত হাটের তুলনায় এ হাটে ভালো বেচাকেনা হয়েছে। তবে এবার করোনার প্রভাব পড়েছে অন্যান্য বছরের মতো বেচা-কেনা জমেনি।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, পশুর হাটে ছিনতাইকারী, চাঁদাবাজ, মলম পার্টি ও জালনোট ব্যবহারকারী ধরতে হাটে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬