বাংলাদেশী স্কিন ক্যাফের বিউটি প্রোডাক্ট এখন বিশ্ব বাজারে

১৩ জুন ২০২০, ১১:০০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের প্রথম বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাজারে জায়গা পেল স্কিন ক্যাফে। সে হিসেবে প্রতিষ্ঠানটির অর্গানিক স্কিনকেয়ার, হেয়ারকেয়ার এবং পার্সোনাল কেয়ারের পণ্যগুলো বিশ্বের স্বনামধন্য মার্কেটপ্লেস অ্যামাজনে পাওয়া যাবে।

এর আগে বাংলাদেশী কোনো পণ্য অ্যামাজনে স্থান পায়নি। এখন থেকে বিশ্বের যেকোন প্রান্ত থেকে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই যেকোনো ক্রেতা ঘরে বসে এই অর্গানিক পণ্যগুলো কিনতে পারবেন।

অ্যামাজনের সঙ্গে এই যাত্রা শুরু হওয়া নিয়ে স্কিন ক্যাফে লিমিটেডের চিফ অপারেশন অফিসার (সিওও) মোহাম্মদ আবদুল্লাহ আল জাহিদ জানান, “অ্যামাজনে অন্তর্ভুক্ত হওয়ার আগে স্কিন ক্যাফের পণ্যগুলো যুক্তরাষ্টের ফুড এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন লাভ করে। যেটা বাংলাদেশে তৈরি কোন বিউটি ব্র্যান্ডের জন্য প্রথম ছিল। এটা অবশ্যই দেশের জন্য গর্বের ব্যাপার।

তিনি বলেন, দেশীয় ক্রেতাদের মন জয় করার পর আমরা অ্যামাজনের মাধ্যমে বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশে তৈরি এই অর্গানিক পণ্যগুলো পৌঁছে দিতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, দেশেই চমৎকার সব অর্গানিক পণ্য বানানো সম্ভব; যেগুলো কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মানুষের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রয়োজন পূরণ করতে পারে। আশা করি, আমাদের পণ্য সবাইকে পজিটিভ ইউজার এক্সপেরিয়েন্স দেবে।’

তিনি আরও জানান, বাংলাদেশে বিউটি এবং পার্সোনাল কেয়ার মার্কেট গত কয়েক বছরে দারুণভাবে বিকশিত হয়েছে। বর্তমানে এই মার্কেটের আকার প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী দশকে এই খাতের অগ্রগতি দেশের জিডিপির প্রবৃদ্ধির চেয়ে বেশি হারে হবে বলে ধারণা করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে, স্কিন ক্যাফের পুরো টিম সেই লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরিয়া ৭১। বাংলাদেশে আমাজনের একমাত্র স্বীকৃত সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক (SPN), যেটি স্কিন ক্যাফেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর দীর্ঘ যাত্রায় নানাভাবে সহযোগিতা করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আন্তঃদেশীয় ই-কর্মাসের একটি টেকসই পরিবেশ তৈরিতে কাজ করছি। স্কিন ক্যাফেও নিজেদের পণ্য দেশের গন্ডির বাহিরে পৌছে দেয়ার একই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের জিডিপিতে ভবিষ্যতে এই সেক্টরটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি’।

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধার প্রদানের অভি…
  • ২৯ জানুয়ারি ২০২৬