বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো এবং রাজবাড়ী-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী © টিডিসি ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে রাজবাড়ী-২ ( পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর নির্বাচনি প্রচারণায় একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সে প্রার্থীর কন্যা ফারজানা হক অনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে (কলস) প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা চলাকালে ধানের শীষের সক্রিয় কর্মী ও স্থানীয় ইউপি সদস্য তোতা মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আরিফ জোরপূর্বক প্রচার মাইকের মেমোরি কার্ড কেড়ে নেন। এতে প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে পুনরায় প্রচারণার চেষ্টা করলে ভ্যানচালক নাসিরকে হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলেন।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৭ জানুয়ারি বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার ভট্টাচার্যপাড়া এলাকায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক পরিচয়ে আশরাফুল ইসলাম ওরফে আরিফ এবং মকবুল খাঁর ছেলে মিল্টনসহ কয়েকজন ব্যক্তি আবারও জোরপূর্বক প্রচার মাইকের মেমোরি কার্ড কেড়ে নিয়ে প্রচারণা বন্ধ করে দেন। এ সময় পুনরায় প্রচার চালানো হলে ভ্যানচালক নাসিরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয়।
এ ধরনের ধারাবাহিক ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে।
এ বিষয়ে অভিযোগকারী ফারজানা হক অনি বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া একটি গুরুতর অপরাধ, যা শুধু একজন প্রার্থীর নয়, সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারকেও ক্ষুণ্ণ করে। তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগপত্রে প্রার্থী ও তাঁর সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।