কল ও ইন্টারনেট চার্জের ৫০ শতাংশ মওকুফের দাবি

০৯ মে ২০২০, ০৭:১১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলোর কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর জন্য সরকারের দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রো বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা।

আজ শনিবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তারা। দুই আইনজীবী মোবাইল কল ও ইন্টারনেট সেবার চার্জের ৫০ শতাংশ মওকুফ, ২৫ শতাংশ কোম্পানিগুলোর ফান্ডে নেয়ার এবং বাকি ২৫ শতাংশ দিয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গরিব-দুস্থদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেন।

বিবৃতিতে তারা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আর্তমানবতার সেবার জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার কোম্পানিগুলো অন্যান্য দেশের তুলনায় কল ও ইন্টারনেটের খরচ অনেক বেশি নেয়।

তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে দেশে অনেক কিছু বন্ধ থাকলেও মানুষ অধিক মাত্রায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করছে। এতে কোম্পানিগুলো অধিক মাত্রায় ব্যবসাও করছে। তাই জনস্বার্থে মোবাইল ও ইন্টারনেট সেবার কোম্পানিগুলো তাদের সেবার চার্জ কমিয়ে আনলে বিপন্ন মানুষেরা মনে করবে, তারা কোম্পানিগুলোর কাছ থেকে খাদ্য সামগ্রীই পাচ্ছে। এই অবস্থায় তারা যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে মহত্বের পরিচয় ফুটে উঠবে।

ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬