গ্রামীণ-বাংলালিংক-ইউনিলিভার-রবির কর্মীদের বাসা থেকে কাজের নির্দেশ

১৬ মার্চ ২০২০, ০৮:৫৪ PM

© টিডিসি ফটো

প্রানঘাতী করোনাভাইরাস থেকে রক্ষার জন্য স্কুল কলেজ সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় বহুজাতিক টেলিকম কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক, বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ এবং রবি অজিয়াটা লিমিটেড তাদের কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্মীদের বাসা থেকে কাজ করতে নির্দেশনা জারি করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের বাসা থেকে অফিস করতে বলেছে।

প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপাতত ভিপিএন চালু করে দেওয়া হয়েছে এবং কিছু সফটওয়ারে এক্সেস দেওয়া হয়েছে। প্রয়োজনে গ্রুপভিত্তিক কর্মীরা প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করবে। আর বিশেষ ক্ষেত্রে অফিসে যেতে বলা হয়েছে, তবে দল বেঁধে নয়। সে ক্ষেত্রেও বিশেষ ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানটির প্রায় এগারশো কর্মীকে বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে গ্রামীণফোনের কর্মীদেরও বাসা থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, করোনা সতর্কতায় সোমবার থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন।

একইসঙ্গে রবির কর্মীদেরও বাসায় বসে কাজ করার করার নির্দেশনা দেওয়া হয়েছে। রবি অজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি অনেক আগে থেকেই কর্মীদের জন্য ‘হোম অফিস’ সুবিধা দিয়ে আসছে। করোনভাইরাস সংক্রান্ত বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমরা আমাদের কর্মীদের আরও বেশি করে এ ‍সুবিধা গ্রহণে উৎসাহিত করেছি। আমাদের কর্মী ও তাদের পরিবারের সুস্বাস্থ নিশ্চিত করার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি।

ইউনিলিভার বাংলাদেশও গত শুক্রবার (১৩ মার্চ) একই নির্দেশনা দিয়েছে তাদের কর্মীদের।

গুগল, ফেসবুক এবং মাইক্রোসফটের পথ অনুসরণ করে সকল বহুজাতিক প্রতিষ্ঠানই এখন আক্রান্ত দেশগুলোতে বাসায় থেকে কর্মীদের অফিস করার নির্দেশ দিচ্ছে। এছাড়াও দেশীয় সৃজনশীল প্রতিষ্ঠান ম্যাগনিটো তার কর্মীদের আগামী ২২ মার্চ পর্যন্ত বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে এই ৫ দিনের ট্রায়ালে তারা দেখবেন, অনলাইনে কাজ করা কতটুকু সম্ভব হয়।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬