২২ আগস্ট গ্রুপ চ্যাট বন্ধ করে দিচ্ছে ফেসবুক

১৯ আগস্ট ২০১৯, ১০:৩৮ AM

© সংগৃহীত

আগামী ২২ আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা। ফেসবুক মেসেঞ্জারে দেওয়া এক ঘোষণায় ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে। এদিন থেকে গ্রুপগুলো 'রিড অনলি' করা হবে। যার ফলে গ্রুপ চ্যাটে নতুন কোনো সদস্যকে যুক্ত করা কিংবা আলাপচারিতা চালিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তবে চ্যাট হিস্ট্রি থেকে গ্রুপ কথোপকথন দেখতে পারবেন ব্যবহারকারীরা।

ফেবসুক কমিউনিটিতে এক ঘোষণায় কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা গ্রুপ চ্যাটিংয়ের মূল্য বুঝতে পারি এবং যারা এই চ্যাটিং এতদিন চালিয়ে গেছেন, তাদের প্রতি সম্মান জানাই। যে কারণে ব্যবহারকরীদের গ্রুপ কমিউনিকেশন চালিয়ে যাওয়ার স্বার্থে নতুন ফিচার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফেসবুকের কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম পেজে লেখা হয়েছে, তাৎক্ষণিক যোগাযোগের জন্য গ্রুপ চ্যাটে আগামীতে নতুন কিছু করা যায় কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ চিন্তা-ভাবনা করছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেসবুক ২০১১ সালের ৯ই আগস্ট আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ম্যাসেঞ্জার চালু করে। আর গ্রুপ চ্যাট চালু হয় ২০১৩ সালে।

ট্যাগ: ফেসবুক
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬