৩০ সেকেন্ডে গাছে ওঠার যন্ত্র তৈরি, আলোচনায় সেই কৃষক

২১ জুন ২০১৯, ০৫:৪৫ PM

সম্প্রতি মাত্র ৩০ সেকেন্ডে নারিকেল বা সুপারি জাতীয় গাছে চড়ার একটি ভিন্নধর্মী যন্ত্র আবিষ্কার করে আলোচনায় উঠে এসেছেন ভারতের এক কৃষক। প্রতিনিয়ত বিজ্ঞানীদের নতুন নতুন যন্ত্রের আবিষ্কার কঠিন কাজকে সহজ করে দিচ্ছে। কিন্তু সাধারণ এক কৃষকের মাথায় এই কৌশল আসা নিয়ে রীতি মতো ধুম পড়ে গেছে। ইতোমধ্যে সারাদেশ থেকে কয়েকশো অর্ডারও পেয়েছেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যমের।

মোটরসাইকেলের মতো দেখতে একটি যন্ত্র দিয়ে গাছ বেয়ে ওপরে উঠে সুপারি পাড়া হচ্ছে। আর ভিন্নধর্মী এই যন্ত্রটি কোনো বিজ্ঞানীর আবিষ্কার না। এর আবিষ্কারক ভারতের কর্ণাটক রাজ্যের এক কৃষক, যার নাম গণপতি ভাট। ২৮ কেজি ওজনের যন্ত্রটি দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে যেকোনো নারিকেল বা সুপারি জাতীয় গাছে ওঠা যায়। আর এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেট্রোল। গণপতি ভাট জানান, বেশকিছু যন্ত্রের সমন্বয়ে এটি তৈরি করেছেন তিনি।

গণপতি ভাট বলেন, নতুন কোনো কৃষি যন্ত্র বাজারে আসলেই সেটা ক্রয় করা আমার অভ্যাস। তারপর সেটার ভুলগুলো খুঁজে বের করি আমি। এই যন্ত্রটা আমার নিজের তৈরি, যা চোখের পলকে ৩০ মিটার পর্যন্ত উঠতে পারে।
পরিবারের সদস্যদেরকেও এ কাজে যুক্ত করেছেন তিনি।

গণপতি ভাটের মেয়ে বলেন, বাবার দেখাদেখি আমিও যন্ত্রটি দিয়ে গাছে উঠার চেষ্টা করি। শুরুতে একটু ভয় লাগলেও এখন কিছুই মনে হয় না। একটি গাছে যেখানে স্বাভাবিকভাবে চড়তে অন্তত ১০ মিনিট লাগে সেখানে এই যন্ত্রটির সাহায্যে এক ঘণ্টায় ৮০ বার ওঠা নামা করা যায়।

যন্ত্রটি কৃষকদের কষ্ট অনেকটা লাঘব করবে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলেন, ভাট যা করেছেন তা অবশ্যই কৃষকদের উপকারে আসবে। এর দামও খুব বেশি না।

ভিন্নধর্মী যন্ত্রটি কেউ কিনতে চাইলে তাকে ৭৫ হাজার রুপি খরচ করতে হবে বলে জানান ৪৮ বছর বয়সী এই কৃষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই গেল এক সপ্তাহে অন্তত ৩০০টি যন্ত্রের অর্ডার পেয়েছেন তিনি।

কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬