পরিবর্তন আসছে গ্রামীণ-রবির মালিকানায়

৩০ মে ২০১৯, ০৮:০৩ PM

© সংগৃহীত

সম্প্রতি এশিয়ার কয়েকটি দেশে গ্রামীণফোন ও রবির কোম্পানি দুটি তাদের ব্যবসা এক করার ঘোষণা দিয়েছে। কোম্পানি দুটির মূল মালিকানা নরওয়ে ভিত্তিক টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা কোম্পানির।

টার অনলাইনের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ চাকরি হারানোর বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তবে তিনি কোম্পানির ব্যবসা নিয়ে চিন্তিত নন, তার চিন্তা হচ্ছে এই কোম্পানিতে যারা কাজ করেন তারা চাকরি হারাতে পারেন।

জানা যায়, মূলত এশিয়ার টেলিকম বাজার দখলে নিতে একীভূত হওয়ার এ উদ্যোগ নিয়েছে নরওয়েভিত্তিক টেলিকম গ্রুপ টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা। একীভূত হওয়ার পর প্রাথমিকভাবে নতুন এ ব্যবসায়িক উদ্যোগের কার্যালয় হবে মালয়েশিয়ায়। মার্জকো নামে পরিচালিত হবে একীভূত কোম্পানির কার্যক্রম।

আর এশিয়ায় থাকা কোম্পানি দুটির যত অবকাঠামো রয়েছে, তা একসঙ্গে ব্যবহার করা হবে। এশিয়ার নয়টি দেশে প্রায় ৬০ হাজার টাওয়ার ও ৩০ কোটি গ্রাহক রয়েছে অপারেটর দুটির।

ড. মাহাথিরের কার্যালয় এ মার্জারের (একীভূতকরণ) ফলে সে দেশে অনেক মানুষ চাকরি হারাতে পারেন। এ নিয়ে তারা উদ্বেগ বলে জানিয়েছে। পরিকল্পিত এই মার্জারের বিষয়ে বিস্তারিত তথ্যও চেয়েছে তার সরকার।

টেলিনরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ একীভূতকরণের বিষয়টি চূড়ান্ত হতে পারে। মার্জকোর সিংহভাগ শেয়ার থাকবে টেলিনরের হাতে। ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার নিয়ে তারা হবে নতুন কোম্পানির বড় অংশীদার। আজিয়াটার হাতে থাকবে বাকি ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার।

তবে, এশিয়ায় দুই কোম্পানির ব্যবসা একীভূত হলেও রবি বাংলাদেশে আলাদা কোম্পানি হিসেবে স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু এর নিয়ন্ত্রণ থাকবে আজিয়াটার হাতে।

কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬