আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দেশের বাজারে আরও এক দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা।

শনিবার (৮ মার্চ) বাজুসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর রোববার (৯ মার্চ) থেকেই কার্যকর হবে।

এর আগে সবশেষ গত মঙ্গলবার (৪ মার্চ) ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে গুণতে হবে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা।

এ নিয়ে চলতি বছর মোট ১৩ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৪ বার। এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং দাম কমানো হয়েছিল ২৭ বার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence