হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন সুবিধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ PM

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু হতে যাচ্ছে। ভিডিও কলে কথা বলার সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সুবিধা দিতে ‘পিকচার-ইন-পিকচার’ ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবে।
এখন, নির্দিষ্ট কিছু ওয়েব সংস্করণ ব্যবহারকারী এই সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। নতুন এই ফিচার চালু হলে, কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় ব্যবহারকারীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপ বা ওয়েবসাইটে থাকা ভিডিও দেখতে পারবেন। ভিডিও কল চলাকালে ভিডিওটির ছবি পর্দার এক পাশে দেখা যাবে, ফলে কথোপকথনও স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।
এই সুবিধার মাধ্যমে, ভিডিও কল চলাকালীন অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলেও ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হবে না এবং কলের অন্য প্রান্তের ব্যক্তিদের কথা শোনা বা বলা কোনো সমস্যার সৃষ্টি করবে না। এর ফলে, বন্ধুদের সাথে কথা বলার সময় নানা গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হবে।
এটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবের ‘০.৩.১৮৪৬.১’ সংস্করণ ব্যবহার করতে হবে। তবে, কবে নাগাদ এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।