রবি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর

রবি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
রবি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর  © সৌজন্যেপ্রাপ্ত

বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবির সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে কর্পোরেট বীমা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই চুক্তির আওতায় রবি ও এর আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত ১,৪৫০ জনেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা পাবেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি ও আর ভেঞ্চারসের কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় আসবেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মীদের জন্য একটি সহায়ক ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন উপস্থিত অতিথিরা।

একটি প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম পূর্বশর্ত কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। রবি সবসময়ই তাদের কর্মীদের সুরক্ষা এবং কল্যাণকে অগ্রাধিকার দিয়ে আসছে। গার্ডিয়ান লাইফের সাথে অংশীদারিত্বের মাধ্যমে রবি তাদের কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিন্তে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেবা এবং অন্যান্য পলিসির সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence