ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয়

  © সংগৃহীত

ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। এই সম্মাননা বিদেশে কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ সহজ প্রক্রিয়ায় দেশে আনয়নের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

বাংলাদেশে ইনওয়ার্ড রেমিটেন্স সহজতর করার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২০২৪ সালে মোট ১.৬ বিলিয়ন ডলার ওয়েজ রেমিটেন্স দেশে এসেছে, যা ব্যাংকটির জন্য রেমিটেন্স আহরণের এক নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করেছে। এই মাইলফলক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরেছে। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি কর্তৃক আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫- ব্র্যান্ডিং বাংলাদেশ: এনআরবি অ্যান্ড ইউএন পিসকিপারস লিডিং দ্য ওয়ে’ শীর্ষক এক অনুষ্ঠানে এই পুরস্কারটি প্রদান করা হয়।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ইনওয়ার্ড রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দ্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার প্রদান করে।

১১ জানুয়ারি ২০২৫ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ-এর হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি-এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল।

‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ থিম নিয়ে আয়োজিত এ বছরের ওয়ার্ল্ড কনফারেন্সের লক্ষ্য হলো বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উন্নত করা। এটি প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ব্যাপারেও উদ্বুদ্ধ করেছে।

ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বাংলাদেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে ব্যাংকটির ভূমিকা তুলে ধরেছে।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা সহজেই ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন।বিশ্বজুড়ে ৮০টিরও বেশি রেমিটেন্স পার্টনারের সাথে এপিআই সংযোগ রয়েছে ব্যাংকটির। ফলে, প্রবাসী বাংলাদেশিরা রিয়েল-টাইম ট্রানজ্যাকশনের সুবিধা উপভোগ করতে পারছেন। প্রবাসীরা ব্যাংকিং ও বিনিয়োগ সুবিধার জন্য ব্যাংকটির ডিজিটাল অনবোর্ডিং সুবিধা, আস্থা অ্যাপ এবং প্রবাসী প্রোডাক্ট উপভোগ করতে পারছেন। অন্যদিকে দেশে রেমিটেন্স সুবিধাভোগীরা ব্যাংকটির ১৮৭টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট-সমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই টাকা তুলতে পারছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence