টেলিগ্রাম অ্যাপে নতুন যেসব ফিচার যুক্ত হলো

০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
টেলিগ্রাম

টেলিগ্রাম © ফাইল ছবি

জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস টেলিগ্রামে নতুন আপডেট সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে থার্ড-পার্টি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, নতুন মেসেজ সার্চ ফিল্টার ও বিভিন্ন উপহার বা গিফটসমূহকে নন-ফানজিবল টোকেনে (এনএফটি) রুপান্তরের সুযোগ।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে টেলিগ্রাম বলেছে যে, স্ক্যাম প্রতিরোধ ও ভুল তথ্য ছড়ানো কমিয়ে আনতে সহায়ক হবে এই থার্ড-পার্টি ভেরিফিকেশন প্রক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই ব্যবস্থাকে নতুন স্ট্যান্ডার্ড বলেও দাবি করা হয় টেলিগ্রামের ব্লগ পোস্টে।

টেলিগ্রাম জানিয়েছে, অ্যাকাউন্টে আসা গিফটগুলোকে নন-ফানজিবল টোকেনে (এনএফটি) রুপান্তর করার সুযোগ সম্বলিত ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া নতুন ব্যাকগ্রাউন্ড ও আইকন ব্যবহারেরও সুযোগ আছে। ব্যবহারকারীরা চাইলে উপহারও পাঠাতে পারবেন, তবে এক্ষেত্রে খরচ করতে হবে ‘টেলিগ্রাম স্টারস’- যেটা কেনা যাবে টেলিগ্রাম অ্যাপ থেকেই। 

নতুন আপডেটের আরও দুটি ফিচার যুক্ত করেছে টেলিগ্রাম। এর একটি হচ্ছে বিভিন্ন সার্ভিস মেসেজের (যেমন গ্রুপে নতুন কেউ যুক্ত হয়েছে) ক্ষেত্রে ইমোজি রিঅ্যাকশন দেওয়ার সুযোগ। আর অন্য ফিচারটি হলো এখন থেকে প্রাইভেট চ্যাট, গ্রুপ চ্যাট ও বিভিন্ন চ্যানেলে সার্চ করার (সার্চ ফিল্টার) সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
  • ০১ জানুয়ারি ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানুয়া…
  • ০১ জানুয়ারি ২০২৬
আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে ৭ মাসে ৮ বার টানা ছুটির সুযোগ পাবেন সরকারি চাকরিজ…
  • ০১ জানুয়ারি ২০২৬
তাইওয়ানকে ফের চীনের অংশ করার প্রতিশ্রুতি দিলেন শি জিন পিং
  • ০১ জানুয়ারি ২০২৬
এখন থেকে পছন্দমতো বদলানো যাবে জিমেইল আইডি
  • ০১ জানুয়ারি ২০২৬