যুক্তরাষ্ট্রে ওপেন এআইয়ের তথ্য ফাঁসকারী ভারতীয় বংশোদ্ভূত তরুণের রহস্যজনক মৃত্যু

সুচির বালাজি
সুচির বালাজি

চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের সাবেক কর্মী এবং প্রতিষ্ঠানটির অনিয়মের তথ্য ফাঁসকারী ভারতীয় মার্কিন তরুণ সুচির বালাজির (২৬) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিট এলাকায় বালাজির নিজ ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্যমতে, গত ২৬ নভেম্বর বালাজির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এত দিন তা গোপন রাখা হয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে- সে সম্পর্কিত কোনো তথ্য সংবাদমাধ্যমকে জানায়নি পুলিশ। তবে সান ফ্রান্সিসকো পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমে জানানোর মতো কোনো তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।

ভারতীয় বংশোদ্ভূত সুচির বালাজি ২০২০ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ওপেন এআই এর কর্মী ছিলেন। গত আগস্টে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচি বালাজি বলেন, চ্যাট জিপিটি প্রস্তুত ও বাজারজাত করণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের গুরুতর লঙ্ঘন করেছে ওপেন এআই।

সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি ওপেন এআই এর কর্মী হতেন, তাহলে আমি যা জানি, তা জানার পর নিশ্চিতভাবেই আপনি সেই কোম্পানি ত্যাগ করতেন। তারা যেভাবে ব্যবসা করছে, সেটি কোনোভাবেই ইন্টারনেট ইকোসিস্টেমের জন্য গ্রহণযোগ্য নয়।

সেই সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক বার্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন সুচির বালাজি। সর্বশেষ পোস্টে তিনি বলেছিলেন, বিভিন্নভাবে চ্যাট জিপিটিরও অপব্যবহার হচ্ছে, যা অদূর ভবিষ্যতে এই খাতের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে।

এদিকে বালাজির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হওয়ার পর ওপেন এআই এক বিবৃতিতে তার মৃত্যুর জন্য গভীর শোক জানিয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, আমরা এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীর শোকে সিক্ত করেছে। সুচিরের স্বজনরা এখন কঠিন সময় পার করছেন। আমাদের হৃদয় তাদের সঙ্গে রয়েছে।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার উস্কে দেওয়ার অভিযোগে ২০২২ সাল থেকে এ পর্যন্ত ওপেন এআই এর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সুচির বালাজির স্বীকারোক্তি সেসব মামলার বিচারকাজে নতুন গতি যোগ করেছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence