৭ বছরের শিশুকে সফটওয়্যার কোম্পানিতে চাকরির প্রস্তাব

২০ নভেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের সাত বছর বয়সী কোডিং বিশেষজ্ঞ সের্গেইকে একটি সফটওয়্যার কোম্পানি তাদের ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। খবর বিবিসি

সের্গেই, মাত্র পাঁচ বছর বয়স থেকেই কোডিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে প্রো৩২ নামের একটি ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি তাকে কর্পোরেট ট্রেনিংয়ের প্রধান হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে।

তবে রাশিয়ার আইন অনুসারে, সের্গেই ১৪ বছর বয়স হওয়া পর্যন্ত কোনো বেতনভোগী কাজ করতে পারবেন না। এ বিষয়ে প্রো৩২-এর সিইও ইগর ম্যান্ডিক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জানিয়েছেন, তিনি সের্গেইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আপাতত কিছু সহযোগিতার উপায় বের করার পরিকল্পনা করছেন।

সের্গেই তার ভিডিওগুলোয় খুবই প্রাণবন্তভাবে কোডিং চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করে, যেখানে সে রাশিয়ান ও মাঝেমধ্যে একটু-আধটু ইংরেজি ভাষায় ধাপে ধাপে কোডিং শেখায়।

আরও পড়ুন: মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করল ইইউ

তার ইউটিউব চ্যানেলে ৩,৫০০-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যারা পাইথন ও ইউনিটি প্রোগ্রামিং ভাষা এবং নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানতে আগ্রহী।

ম্যান্ডিক বলেছেন, ‘সের্গেই শুধু অসাধারণ ডেভেলপার দক্ষতার অধিকারী নয়, তার শিক্ষাদানে বিশেষ প্রতিভা রয়েছে। ‘আমার কাছে, সে এক ধরনের মজার্ট।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, ১৪ বছর বয়সে সের্গেই শিক্ষাদান এবং ডেভেলপমেন্টের একজন গুরু হয়ে উঠবে এবং আমরা সেই সময়ের জন্য সত্যিই আগ্রহী।’

ম্যান্ডিক আরও জানিয়েছেন, সের্গেইয়ের কোডিং দক্ষতার পাশাপাশি, মস্কো ভিত্তিক প্রো৩২-এর বিক্রয়কর্মী, হিসাবরক্ষকসহ অন্য কর্মীরাও সের্গেইয়ের কাছ থেকে শিখতে পারেন।

ম্যান্ডিক বলেণ, ‘আমাদের আরও সাত বছর অপেক্ষা করতে হবে। তারপর আমরা অবশ্যই তার বেতন নিয়ে আলোচনা শুরু করব।’

আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬