আলু-পেঁয়াজের দাম বাড়ছেই

চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ
চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ  © ফাইল ফটো

রাজধানীর বাজারে আরও বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। চড়া দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। এদিকে চড়া পেঁয়াজের দামও। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ আর আমদানির পেঁয়াজের দাম ১৪০ টাকা। 

আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। অথচ অক্টোবরের শেষ সপ্তাহেও রাজধানীর বাজারে আলু বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে।

এদিকে বাজারে দেখা মিলেছে বগুড়ার ছোট আকারের আলুর। ছোট আলুর কেজি ৮০ টাকা। এ ছাড়া নতুন আলুও রয়েছে বাজারে। যার দাম সাধারণ আলুর দ্বিগুণ। ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি নতুন আলু।

শুধু আলু নয়, নিত্যপণ্যের একই হারে বেড়েছে পেঁয়াজের দাম। অক্টোবরের শেষ দিকে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। চলতি সপ্তাহে সেই পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে ১৬০ টাকা। অর্থাৎ প্রায় ১০ দিনের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকিতে বিশেষ টাস্কফোর্স গঠন

প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১১০ টাকা হারে, যা গত মাসের শেষ সপ্তাহেও ৯০ টাকা ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

এদিকে আলু-পেঁয়াজের পাশাপাশি স্বাভাবিকের চাইতে বেশি দামেই বিক্রি হচ্ছে আদা-রসুন।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। চীনের আদা ১৮০ টাকা কেজি। ভারতীয় রসুনের কেজি ১৩০ টাকা। এছাড়া শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence