চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

২৯ অক্টোবর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

১৯৮৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করা ঝাং ইয়েমিং একজন চীনা ইন্টারনেট উদ্যোক্তা। তিনি ২০১২ সালে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। ৪১ বছর বয়সে এসে ঝাং ইয়েমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনের ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং।

ঝাং ইয়েমিং গত বছরের শীর্ষ ধনি ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। বোতলজাত পানি ও সফট ড্রিংঙ্ক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং ২৪ শতাংশ সম্পদ হারিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন। তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রে টিকটক আইনি সমস্যায় পড়লেও বিশ্বব্যাপী ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে। এ বিষয়টি ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে নিয়ামক হিসেবে কাজ করেছে।

হুরুনের প্রতিবেদনে চীনে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা কমছে বলে জানা গেছে। ঝাং ও ঝং এর পর তালিকার তৃতীয় নাম টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

ঝাং ইয়েমিং ২০২১ এর নভেম্বরে বাইটড্যান্সের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেন তিনি। তবে এই পদ ছাড়লেও, এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার দখলেই রয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্ত…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল কুবির প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু সংখ্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬