জেনে নিন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময় নতুন ফিচার আনে হোয়াটসঅ্যাপ। বর্তমানে মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ জনপ্রিয় ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে রয়েছে বিভিন্ন সুরক্ষা ফিচার। এবার ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে একটি ফিচার চালু হতে চলেছে। 

হোয়াটসঅ্যাপে যেকোনো ব্যক্তিকে মেসেজ পাঠালেই, সেই ব্যক্তির ফোনে আপনার ফোন নম্বর ভেসে ওঠে। আর সেখানেই বড় সমস্যার কারণ, নিজের ফোন নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অ্যাপের মধ্যে কোনও ফিচার্স এখনও পর্যন্ত নেই। তবে, আপনি চাইলেই সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ রেজিস্টার করতে পারেন। সে ক্ষেত্রে নিজের মোবাইল নম্বরও গোপন রাখতে পারবেন।

সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ফোনে কয়েকটি জিনিস আগে থেকেই সেট করে নিতে হবে। তার জন্য আপনার ফোন অথবা ট্যাবলেটে প্রথমেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

১. টেক্সট নাউ (TextNow) অ্যাপ ডাউনলোড করুন
প্রথমেই নিজের ফোনে TextNow নামের একটি অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন
অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে কিংবা আইফোনের জন্য অ্যাপ স্টোর নিজের ফোনে ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপ। কম্পিউটার থেকে ব্যবহার করলে আপনাকে একটি এমুলেটর ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।

৩. টেক্সট নাউ অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন
টেক্সট নাউ অ্যাপ ইনস্টল করে সেট আপ শেষ করে ফেলুন। এখানে আপনি নিজের ফোন নম্বর দেখতে পাবেন। এই নম্বরটি নোট করে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।

৪. হোয়াটসঅ্যাপ ওপেন করুন
এবার নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।

৫. টেক্সট নাউ নম্বর এন্টার করুন
শর্তাবলী মেনে নিয়ে এখানে আপনার টেক্সট নাউ-এর নম্বর এন্টার করুন।

৬. এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন
এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য ৫ মিনিট অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে কল মি অপশন সিলেক্ট করুন। এবার আপনার টেক্সট নাউ নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও পাবেন যেভাবে

৭. ভেরিফিকেশন কোড জানুন
এবার টেক্সট নাউ অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ কলের জন্য অপেক্ষা করুন। কল এলে তা রিসিভ করে, ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন।

৮. ভেরিফিকেশন শেষ করুন
এবার ভয়েস কলের মাধ্যমে জানানো কোড হোয়াটসঅ্যাপে বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।

৯. সেট আপ শেষ করুন
ভেরিফিকেশন কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬