মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম।
মঙ্গলবার (৮ অক্টেবর) সকালে মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাঈদ হক।
তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।
বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারো হাতে নাই বলেও নিশ্চিত করেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।