অপরিচিত নম্বর থেকে ভিডিও কল: রিসিভ করলেই সর্বনাশ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

আপনি হয়ত উচ্চশিক্ষার জন্য নিয়মিত বাইরের দেশে আবেদন করছেন কিংবা চাকরিসূত্রে বিদেশি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন। হঠাৎ বিদেশি নম্বর থেকে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ এ কল আসায়  জরুরি ভেবে কল ধরে ফেললেন।স্বাভাবিকভাবেই ইংরেজিতে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছেন। ২০-৩০ সেকেন্ড পরিচয় দিয়ে কথা বলার পরই  কলটা কেটে গেলো, কিংবা আপনিই কেটে দিলেন। কিন্তু আপনি যে ফাঁদে পড়ে গেছেন সেটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই।

সম্প্রতি বাংলাদেশে এভাবেই ভিডিও কল দিয়ে কথা বলে পরবর্তীতে সেই কল এর স্ক্রিন রেকর্ড এডিট করে বিকৃত ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ভারতীয় একটি চক্র। সাথে মানসিক চাপ ও সামাজিক অবস্থান নষ্ট হওয়ার ভয় তো আছেই। 

চক্রটি কয়েকটি ধাপে কাজ গুলো করে থাকে। প্রথমত আপনাকে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করবে কয়েকদিন। কোনোভাবে আপনার সোশ্যাল মিডিয়াতে যুক্ত হবে। কথা বলার এক পর্যায়ে আপনাকে কল দিবে কিংবা হোয়াইটসঅ্যাপ নম্বর নিয়ে সেখানে কল দিবে। পরবর্তীতে ভিডিও কল থেকে এডিট করা ভিডিও দিয়ে শুরু করবে আপনাকে ব্ল্যাকমেইল করা। হয়ত সাথে সাথে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিবেন। কিন্তু কয়েকদিন আগেই তারা আপনার প্রোফাইল থেকে ফ্যামিলির ডিটেইলস, সক্রিয় বন্ধু বান্ধবের আইডির একটি লিস্ট করে রেখেছে। টাকা না দিলে পরিচিতদের ওই এডিটেড ভিডিও দেয়া শুরু করবে। 

আপনি হয়ত ভাবছেন টাকা দিলেই বোধহয় আর সমস্যা করবে না। কিন্তু বিষয়টা আরো জটিল। যত টাকা দিতে থাকবেন তারা তত টাকা চাইবে। ঠিক ততক্ষণ পর্যন্ত চাইবে, যতক্ষণ না আপনি তাদেরকে উপেক্ষা করবেন। এভাবেই হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ভারতীয় চক্রটি। টাকা নেয়ার জন্য ব্যবহার করছে বিকাশ কিংবা নগদ নম্বর। সামাজিক সম্মান হারানোর ভয়ে অনেকেই টাকা দিয়ে থাকেন। কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাদের টার্গেট থাকে সোশ্যাল মিডিয়াতে যাদের সক্রিয় অবস্থান রয়েছে কিংবা যাদের দেখে সামর্থ্যবান মনে হয় তারা।

আরও পড়ুন: কো-ব্র্যান্ডেড স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি

একাধিক ভুক্তভোগী সাথে কথা বলে জানা গেছে, সামাজিক সম্মান হারানোর ভয়ে অনেকেই টাকা দিয়ে দিয়েছেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কোনো কিছুতে অবহিত করেন নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী প্রায় ৩১ হাজার টাকা দিয়েছেন এই চক্রটিকে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই চক্রটি একটি কমিউনিটিকে একসাথে অ্যাটাক করে। কাউকে অ্যাটাক করা হলে, কয়েকদিনের মধ্যে তারই পরিচিত অন্য কাউকে অ্যাটাক করবে এমনটাই সন্দেহ করছেন ভুক্তভোগীরা। এছাড়াও কিছুক্ষণের হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মোবাইলে থাকা বিভিন্ন অ্যাকাউন্ট এর অ্যাকসেস নিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

এই ধরনের সমস্যায় পড়লে ওই চক্রের সাথে কোনোভাবেই যোগাযোগ না রাখার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়াও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপরিচিত কারো সাথে যোগাযোগ না রাখা এবং কল না ধরারও পরামর্শ দিয়েছেন।

স্কুল ছাত্রকে নির্যাতনের মামলায় সেই ব্যবস্থাপক পবিত্র কুমার…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে ঢাবি-ব্র্যাক…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬